বাংলাদেশের পুরো ঋণ সুদসহ পরিশোধ করেছে শ্রীলঙ্কা
বাংলাদেশের কাছ থেকে ঋণ নেওয়া ২০ কোটি ডলার সুদসহ পুরোটাই পরিশোধ করে দিয়েছে শ্রীলঙ্কা। শেষ কিস্তির ৫ কোটি ডলার ও ঋণের সুদ বাবদ ৪৫ লাখ ডলার গত বৃহস্পতিবার রাতে পরিশোধ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কা বাংলাদেশের কাছ থেকে এ ঋণ নিয়েছিল। তবে গত বছর অর্থনৈতিক সংকটে পড়লে ঋণ পরিশোধে সময় নেয় দেশটি। চলতি বছর শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা উন্নতি হলে ঋণ পরিশোধের উদ্যোগ নেয় দেশটি। গত ২০ আগস্ট শ্রীলঙ্কা প্রথম ৫ কোটি ডলার ফেরত দেয়। এরপর ৩১ আগস্ট ফেরত দেয় আরও ১০ কোটি ডলার। সবশেষে বাকি ৫ কোটি ডলার গত বৃহস্পতিবার রাতে ফেরত দেয় তারা।