সবজির দাম স্থিতিশীল, বেড়েছে চিনির

Looks like you've blocked notifications!

রাজধানীর কাঁচা বাজারে, বিশেষ করে সবজির দামে বৃষ্টির তেমন কোনো প্রভাব পড়েনি। বাজারে শীতকালীন সবজির সরবরাহ তুলনামূলক বেশি। তাই সবজির দাম ওঠা-নামা করছে না, গত সপ্তাহের মতো অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে বাজারে চিনির সংকট থাকায় পণ্যটির বেড়েছে।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) খোলা চিনি ১৪৫ থেকে ১৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। প্যাকেটজাত চিনিও ১৪৮ থেকে ১৫০ টাকায় বিক্রি করছেন অনেক দোকানি। যদিও প্যাকেটে চিনির দাম আরও কম লেখা আছে। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, বেশি দামে কিনে আনতে হচ্ছে। চিনির সরবরাহ কম। পাইকাররা তাদের চিনি কম দিচ্ছেন। তাই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

এ ছাড়া আটা-ময়দার দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। আজ আটা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। ময়দার দাম কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।

মাংস ব্যবসায়ীদের সংগঠন থেকে নির্ধারিত ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে রাজধানীর কাওরান বাজারে। তবে ব্যবসায়ীরা কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই দামে বিক্রি করলে তাদের লোকসান হচ্ছে।