ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এনুয়াল রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে সম্প্রতি ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা এনুয়াল রিস্ক কনফারেন্স—২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (ডিওএস) পরিচালক মো. জাবদুল ইসলাম। সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ। এতে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ।
অনষ্ঠানে সমপানী বক্তব্য প্রদান করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মুহাম্মদ মোস্তফা খায়ের। কর্মশালায় ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ডিওএসের অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ—উজ—জামান। অন্যান্যদের মধ্যে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও এসভিপি আলী নাহিদ খান, সকল আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।