ডেলিভারি টাইগারদের লোন দেবে ব্র্যাক ব্যাংক
ডেলিভারি টাইগারের হাজার হাজার মার্চেন্টদের দেশের প্রথম ডিজিটাল এসএমই লোন সুবিধা প্রদান করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। ডেলিভারি টাইগার হচ্ছে দেশের প্রথম এবং একটি জনপ্রিয় অনলাইন কুরিয়ার মার্কেটপ্লেস, যা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের লজিস্টিক সল্যুশনস প্রদান করে থাকে।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিষয়টি জানিয়ে এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে ব্র্যাক ব্যাংকের মিডিয়া যোগাযোগ মোহাম্মদ আব্দুর রহিম জানান, এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক সারা দেশে ডেলিভারি টাইগারের ক্ষুদ্র মার্চেন্টদের দেশের প্রথম ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ এবং ডিজিটাল মাইক্রো লোন ‘জীবিকা’ ঋণ সুবিধা প্রদান করবে। এই ডিজিটাল লোনের আওতায় উদ্যোক্তারা কোনো প্রকার কাগজ—সংক্রান্ত ঝামেলা ছাড়াই ২৪/৭ ঘণ্টা তাৎক্ষণিক ঋণ নিতে পারবেন। এই পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্য হলো, ব্র্যাক ব্যাংকের বিস্তৃত এসএমই নেটওয়ার্কের সাহায্যে সারা দেশের তৃণমূল পর্যায়ে ই—কমার্স এবং উদীয়মান ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত ক্রমবর্ধমান ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রয়োজন পূরণ করা।
গত ৪ ডিসেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ডেলিভারি টাইগারের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এ. কে. এম. ফাহিম মাশরুর এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় চুক্তি—স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক এবং ডেলিভারি টাইগারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই চুক্তি সম্পর্কে মন্তব্য করে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “প্রতিষ্ঠাকাল থেকেই ব্র্যাক ব্যাংক এসএমই খাতে বিশেষ জোর দিয়ে দেশে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের এই ডিজিটাল লোন—সুবিধা দেশের ব্যাংকিং সেবার বাইরে থাকা ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের ফরমাল ব্যাংকিং ব্যবস্থার আওতায় নিয়ে আনার লক্ষ্যে আরও একটি মাইলফলক। যার ফলে তারা এখন সহজেই আর্থিক সেবা নিতে পারবেন। এই চুক্তি তৃণমূল উদ্যোক্তাদের ডিজিটাল টুল ব্যবহার করে সহজে ঋণপ্রাপ্তির সুযোগ প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবেন। এসএমই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং বিভিন্ন সুযোগ—সুবিধা প্রদান করতে আমরা ভবিষ্যতেও আরও অনেক ডিজিটাল সল্যুশনস নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাব।”
উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে। যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৬টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ১ হাজার ৪০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক করপোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। চৌদ্দ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২২ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।