শুল্কমুক্ত সুবিধা পেতে আঞ্চলিক চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার : বাণিজ্য সচিব
২০২৬ সালের পরে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ও জোটের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের জন্য গঠিত যৌথ সমীক্ষা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্য সচিব।
তপন কান্তি ঘোষ বলেন, ‘স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত ও উন্নয়নশীল দেশে পণ্য রপ্তানিকালে শুল্কমুক্ত, কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা ২০২৬ সালের পরে হারাবে দেশ। আরোপিত শুল্কের সম্মুখীন হলে ওইসব দেশে বাংলাদেশের রপ্তানি বাজার সংকোচনের আশঙ্কা রয়েছে।’
বাণিজ্য সচিব বলেন, ‘শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ দেশ ও ট্রেড ব্লকের (বাণিজ্য জোটের) সঙ্গে আঞ্চলিক বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেছে। জাপান বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।’
সংবাদ সম্মেলনে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি উপস্থিত ছিলেন।