মেট গালা ফ্যাশনে দ্যুতি ছড়ালেন কিয়ারা
নিউইয়র্ক সিটিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। এ বছর সেখানে গিয়েছিলেন বলিউডের তারকা- শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদভানী। আর এবারই মেট গালায় প্রথম পা রাখলেন কিয়ারা আদভানি। ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে ভারতীয় এই অভিনেত্রী তার লাবণ্য আর মিষ্টি হাসি দিয়ে নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অফ-শোল্ডার কালো গাউনের ওপর দস্তানার মতো জড়িয়ে ছিল হৃদয়ের মতো আকৃতির একটি সোনালি ব্রেস্টপ্লেট। ছবি : ইনস্টাগ্রাম থেকে নেওয়া

১ / ৯

২ / ৯

৩ / ৯

৪ / ৯

৫ / ৯

৬ / ৯

৭ / ৯

৮ / ৯

৯ / ৯