তেল, চিনি, খেজুরের শুল্ক কমাতে কাজ চলছে : এনবিআর চেয়ারম্যান
রমজান মাস নিকটেই। এই মাসকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক-কর কমাতে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপের জন্য গত সোমবার চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির বিষয়ে এনবিআর চেয়ারম্যান আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ কথা জানান।
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলন কক্ষে কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, চোরাচালান প্রতিরোধ ও আমদানি-রপ্তানি কার্যক্রমের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে বাণিজ্য সহজীকরণে কাজ করছে কাস্টমস। তিনি আরও বলেন, ‘রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করেছে। আমরা সেই প্রস্তাব পেয়েছি। এনবিআর এ নিয়ে কাজ করছে। শুল্ক কমানো হলে ভোক্তা পর্যায়ে পণ্য তিনটির দাম কমবে বলে মনে করা হচ্ছে।’
২০২২-২৩ অর্থবছরে কাস্টমস থেকে ৯২ লাখ ৭৩২ হাজার কোটি এসেছে জানিয়ে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, চলতি অর্থবছরের ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের আহরিত মোট এক কোটি ৬৫ লাখ ৫৯৯ কোটি টাকা রাজস্বের মধ্যে ৪৯ লাখ ৬৮ হাজার কোটি টাকা কাস্টমস থেকে আহরণ করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় যার প্রবৃদ্ধির হার ৯ দশমিক ১৬ শতাংশ।
আমদানি-রপ্তানি কার্যক্রমে যুক্ত হচ্ছে বাণিজ্য সহজীকরণের নানামুখী উদ্যোগ জানিয়ে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, চোরাচালান প্রতিরোধ ও আমদানি-রপ্তানি কার্যক্রমে নবীন পুরোনো অংশীজনদের অর্থপূর্ণ সম্পৃক্তকরণের মাধ্যমে গতিশীলতা আনয়নসহ নানামুখী পদক্ষেপের মাধ্যমে টেকসই অর্থনীতি বিনির্মাণে বাংলাদেশ কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
আগামীকাল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ১৮৫টি সদস্য দেশের কাস্টমস বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে বাংলাদেশ কাস্টমস আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করবে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য, ‘মিলে নবীন-পুরোনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন।’