জাইকা প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/03/jaaikaa.jpg)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সক্ষমতার উন্নয়ন শীর্ষক জাইকা প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রধান কার্যালয় বলাকায় ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সক্ষমতার উন্নয়ন’ শীর্ষক জাইকা প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক গ্রাহকসেবা মো. মতিউল ইসলাম চৌধুরী (যুগ্মসচিব), জাইকার সিনিয়র ইঞ্জিনিয়ারিং অফিসার হিদিয়াকি ইয়ামাগুচি, প্রকল্পের চিফ অ্যাডভাইজার তাকাসি হিয়ামাতসু। এ ছাড়া উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টেকনিক্যাল এক্সপার্টরা। সভায় প্রকল্পের বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে এক্সপার্টরা আলোচনা করেন। জাইকার এক্সপার্টরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।