অভিনয় ছাড়ার পর বার্সেলোনায় পাড়ি জমাবেন ফাহাদ ফাসিল, চালাবেন ট্যাক্সি
ভারতীয় সিনেমার ভক্তরা তাকে চেনেন অনন্য এক অভিনয়শিল্পী হিসেবে। মালয়ালম ছাড়িয়ে হিন্দি, তামিল, তেলেগু—সব ভাষাতেই নিজের জাত চিনিয়েছেন ফাহাদ ফাসিল। কিন্তু অভিনয়ের চূড়ায় দাঁড়িয়েও ভবিষ্যতের স্বপ্নটা একটু ভিন্নই দেখেন তিনি।
সম্প্রতি দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহাদ জানালেন, “আমি অভিনয় ছেড়ে একদিন বার্সেলোনায় গিয়ে ট্যাক্সি চালাতে চাই।”
এই কথা শুনে যারপরনাই চমকে গেছে ভক্তরা। কারণ যেখানে তারকারা শেষ বয়সেও অভিনয়ের ছায়া ছাড়তে পারেন না, সেখানে ফাহাদ একেবারে অন্য ছক আঁকছেন।
কিন্তু হঠাৎ ট্যাক্সি চালানোর স্বপ্ন কেন? উত্তরে ফাহাদ বলেন, “এটা শুধু গাড়ি চালানো নয়। কাউকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার মধ্যে অদ্ভুত এক শান্তি আছে। অন্য কারও যাত্রাপথের অংশ হতে পারাও এক ধরনের সৌন্দর্য। আমি সেটা উপভোগ করতে চাই।”
এই ‘বার্সেলোনা প্ল্যান’ নিয়ে স্ত্রী নাজরিয়া নজিমের সঙ্গেও আলোচনা করেছেন ফাহাদ। তার প্রতিক্রিয়া? এককথায়—উচ্ছ্বসিত। ফাহাদের কথায়, “ও খুব পছন্দ করে এই প্ল্যানটা।”
তবে দর্শকদের জন্য স্বস্তির কথা, এখনই অভিনয় ছাড়ছেন না ফাহাদ। বরং নিজেই রসিকতা করে বলেছেন, “যেদিন দর্শক আর আগ্রহ দেখাবে না, সেদিনই হয়তো ক্যাবের হর্ন বাজবে বার্সেলোনার রাস্তায়!”

বিনোদন ডেস্ক