প্রাইম ইন্স্যুরেন্সের বার্ষিক ব্রাঞ্চ ম্যানেজারস্ কনফারেন্স অনুষ্ঠিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/05/prime_bank.jpg)
প্রাইম ইন্স্যুরেন্সের কোম্পানির বার্ষিক ব্রাঞ্চ ম্যানেজারস্ কনফারেন্স ২০২৪ গুলশান ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহা. শওকত আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সাহাদেত হোসেন পিএইচডি, অডিট কমিটির চেয়ারম্যান মো. আক্তার হোসেন সান্নামাত, ক্লেইম এন্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ, ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান এএনএম শহীদুল হক, এনআরসি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মোল্লা এবং মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহা. শওকত আলী বলেন, সকলকে কোম্পানির ব্যবসার প্রবৃদ্ধি, নির্ধারিত লক্ষ্য অর্জন ও গ্রাহক সন্তুষ্টির উপর গুরুত্ব দিতে হবে। এসময় তিনি বিচক্ষণ বিক্রয় কৌশল, কাস্টমার রিটেনশন, দক্ষ জনবল নির্বাচন এবং টিম সদস্যদের নিষ্ঠার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।
কনফারেন্সে ১লা জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে বিশ্লেষণ করা হয় এবং পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা তাদের বক্ত্যবে কোম্পানির শাখাগুলোর ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিগত ২০২৩ সালের সেরা পারফরমারদের মধ্যে কোম্পানির ব্যবসার প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য পুরষ্কার বিতরণ করা হয়।
লক্ষমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন বিশেষ বীমা ব্যক্তিত্ব ও প্রাইম ইন্স্যুরেন্সের চিফ কনসালটেন্ট কে এম সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির সব শাখা প্রধান, ইউনিট প্রধানসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।