শরিয়াহভিত্তিক আর্থিক সেবায় পদার্পণ করল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শরিয়াহভিত্তিক আর্থিক সেবায় পদার্পণ উদযাপন অনুষ্ঠান। ছবি : ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
২৫ বছরেরও বেশি সময় ধরে দেশে গৃহঋণ ব্যবসা পরিচালনা করে আসছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (৮ এপ্রিল) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স শুদ্ধতম আর্থিক সেবার প্রতিশ্রুতি নিয়ে ইসলামী শরীয়াহ্ ভিত্তিক আর্থিক সেবায় পদার্পণ করেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান, কোম্পানির অন্যান্য পরিচালক, শরীয়াহ কমিটির চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন আহমেদ, শরীয়াহ কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামছুল ইসলাম প্রমুখ।
কোম্পানির উত্তোরোত্তর সমৃদ্ধির ধারা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান সামনের নতুন পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।