বাংলাদেশে ক্যাস্পারস্কির নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লাইন ক্যাস্পারস্কি নেক্সট

বাংলাদেশের বাজারে এসেছে ক্যাসপারস্কির নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লাইন ক্যাস্পারস্কি নেক্সট। এতে আছে ইডিআর (এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স) এবং এক্সডিআরের (এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স) শক্তিশালী সুরক্ষা। গ্রাহকরা এখন ব্যবসার চাহিদা, আইটি অবকাঠামোর জটিলতা এবং রিসোর্সের জন্য তিনটি স্তর থেকে পছন্দমতো একটি বেছে নিতে পারবেন। আজ বৃহস্পতিবার (২ মে) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে নতুন প্রোডাক্টের লঞ্চিং ইভেন্ট আয়োজন করেছে ক্যাস্পারস্কি।
ক্রমবর্ধমান সাইবার ঝুঁকির কারণে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যাধুনিক ও নির্ভরযোগ্য সাইবার সিক্যুরিটি সল্যুশন এখন অত্যাবশ্যক হয়ে উঠেছে। এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি গ্রুপের এক্সডিআর এবং এসওসি মডার্নাইজেশন রিপোর্ট অনুসারে, ব্যবসায়িরা আজও এমন তথ্য-সুরক্ষা ফিচারস খুঁজে বেড়াচ্ছেন, যা শক্তিশালী ঝুঁকিগুলো দ্রুত শনাক্ত করতে পারবে। এক ক্যাসপারস্কি ব্যবসা সংক্রান্ত যেকোনো সাইবার সিক্যুরিটি সহায়তা প্রদানে সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রোডাক্টগুলো আরও উন্নত করছে, পাশাপাশি ব্যবসাগুলোকে একটি নির্ভরযোগ্য সাইবার সিক্যুরিটি ফ্রেমওয়ার্ক তৈরিতে সাহায্য করছে।
নতুন প্রোডাক্ট লাইন সম্পর্কে, ক্যাস্পারস্কির দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাব্যবস্থাপক ইয়েও সিয়াং টিয়ং বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত গৌরবময় একটি দিন, আমরা আমাদের অত্যাধুনিক এক্সডিআর সল্যুশন ও করপোরেট প্রোডাক্টের যাত্রা শুরু করতে যাচ্ছি। ক্যাসপারস্কি নেক্সট বাংলাদেশের সবরকম ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইডিআর এবং এক্সডিআর জটিলতাগুলো সহজতর করবে। নতুন কিংবা এসওসি টিমসমৃদ্ধ প্রতিটি গ্রাহক বা ব্যবসার নিকট অত্যাধুনিক সাইবার সিক্যুরিটি সল্যুশন পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ। আমাদের লক্ষ্য, দক্ষ ও নির্ভরযোগ্য তথ্য সুরক্ষা ব্যবস্থা গঠনে এবং সাইবার সিক্যুরিটি চাহিদা পূরণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করা।
২০২৩ সালে বাংলাদেশের সাইবার সিক্যুরিটি ল্যান্ডস্কেপে ডিজিটাল প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা লক্ষ্যনীয় হয়। ক্যাস্পারস্কির সর্বশেষ অনুসন্ধান মতে, বাংলাদেশ গত বছর ১১ দশমিক চার মিলিয়ন ইন্টারনেট-জনিত সাইবার ঝুঁকি বা ওয়েব ঝুঁকির সম্মুখিন হয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবেও ৩৩ দশমিক তিন মিলিয়ন ঝুঁকিপূর্ণ ঘটনা শনাক্ত হয়, যেখানে ২০২৩ সালের জানুয়ারি-ডিসেম্বর মাসে দেশের মধ্যে হোস্টকৃত সার্ভার থেকে ৭৮ হাজার ঝুঁকিপূর্ণ ঘটনা শনাক্ত হয়।
এ প্রসঙ্গে ক্যাস্পারস্কির দক্ষিণ-পূর্ব এশিয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ভিক্টর চ্যু বলেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে অগ্রসর হওয়ার পাশাপাশি বাংলাদেশের ব্যবসা ও শিল্পজুড়ে দৈনন্দিন কার্যক্রমে ডিজিটাল ল্যান্ডস্কেপ ক্রমশই অবিচ্ছেদ্য হয়ে উঠছে। ব্যবসার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জগুলো থেকে রক্ষা পেতে ক্যাস্পারস্কি নেক্সট অত্যাধুনিক সাইবার সিক্যুরিটি সল্যুশনস প্রদান করবে। অত্যাধুনিক এন্ডপয়েন্ট সুরক্ষার সাথে ইডিআরের স্বচ্ছতা ও গতি এবং এক্সডিআরের শক্তিশালী টুলসের মাধ্যমে ক্যাস্পারস্কি নেক্সট প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইবার সিক্যুরিটি শক্তিশালী করতে সাহায্য করবে, যা বাংলাদেশকে স্মার্ট ভবিষ্যতের দিকে নিরাপদে অগ্রসর হতে ভূমিকা রাখবে।
ক্যাস্পারস্কি নেক্সট সাইবার সিক্যুরিটি পণ্যের নতুন লাইন, যেখানে এআই-চালিত শক্তিশালী অ্যান্ডপয়েন্ট সুরক্ষা ব্যবস্থা রয়েছে এবং এটি ক্লাসিক ইপিপি (এন্ডপয়েন্ট প্রোটেকশন প্ল্যাটফর্ম) থেকে অধিক কার্যকর। এটি যেকোনো আকার ও শিল্পের করপোরেট গ্রাহকদের ইডিআর ও এক্সডিআর সুরক্ষা প্রদান করে।