মেঘনাসেম সুপার ডিলাক্সের এক্সক্লুসিভ ডিলার উদ্বোধন

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউসিআইএল) ফেয়ার ফেস সিমেন্ট ব্র্যান্ড মেঘনাসেম সুপার ডিলাক্সের এক্সক্লুসিভ ডিলার মেসার্স মুন এন্টারপ্রাইজের উদ্বোধন হয়েছে গতকাল মঙ্গলবার (২৮ মে)।
মেসার্স মুন এন্টারপ্রাইজের সার্বিক তত্ত্বাবধানে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জিয়ারুল ইসলাম এবং মেসার্স মুন এন্টারপ্রাইজের সত্বাধিকারী মো. মাহমুদুল হাসান (মামুন) সহ অন্যান্যরা।
মেঘনাসেম সুপার ডিলাক্স এখন দিচ্ছে মোর ফাইন, মোর ফেয়ার ও বেটার বন্ডের প্রতিশ্রুতি। অন্যান্য সিমেন্ট থেকে এই সিমেন্ট বেশি ফাইন (মিহি) হওয়ায় দ্রুত দৃঢ়তা অর্জন করে।
মোর ফেয়ার হওয়ায় এই সিমেন্ট দিয়ে তৈরি নির্মাণ হয় নান্দনিক। তাই যেকোন ধরনের ফেয়ার ফেস স্থাপনা নির্মাণে মেঘনাসেম ডিলাক্স সিমেন্ট অত্যন্ত কার্যকরী ও যুগোপযোগী।