কাশ্মীরি ছাগলের লোম দিয়ে পোশাক পরতে আগ্রহীদের জন্য সুখবর
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, এবারের বাজেটে কাশ্মীরি ছাগলের লোম দিয়ে তৈরি করা পোশাক পরতে যাঁরা আগ্রহী, তাঁদের জন্য সুখবর রয়েছে। কাশ্মীরি ছাগলের লোম দিয়ে তৈরি পোশাকের ওপর শুল্ক কমানো হয়েছে। এতে করে দাম এবার কমতে পারে।
আজ শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বাজেটে এ ধরনের পোশাক আমদানির ওপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে। এ ধরনের পোশাকে শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা বাজেটে তা কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, এর পাশাপাশি নারী-পুরুষের প্যান্ট-শার্ট, টি–শার্ট, জ্যাকেট, স্কার্ট, শিশুদের পোশাক, প্যান্টি, ব্লাউজ, পেটিকোট, ওভারকোট, স্যুট, মাফলার, টাই, শাল ইত্যাদিসহ প্রায় ১৭২টি পণ্যের সম্পূরক শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষস্থানীয় দেশ। পোশাক উৎপাদকেরা স্থানীয় চাহিদাও মেটায়।