একীভূতকরণের উদ্দেশ্য হওয়া উচিত ব্যাংক ঋণ দেওয়া-নেওয়ার ক্ষমতা উন্নত করা : মশিউর রহমান
দেশের সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিময় হার উদারীকরণ একটি ভালো ব্যবস্থা জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্য ও বাজার বৈচিত্র্যের উপর জোর দেন। বৃহত্তর সরকারি বিনিয়োগ এবং প্রতিবন্ধকতা দূর করার খুবই প্রয়োজন। এছাড়া যে ব্যাংক একীভূতকরণের উদ্দেশ্য হওয়া উচিত ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা এবং ঋণ নেওয়ার উপযুক্ততা উন্নত করা, যার ফলে ব্যাংকগুলোর সামগ্রিক শক্তি বৃদ্ধি করা।
আজ বুধবার (১২ জুন) গুলশানে এমসিসিআই কার্যালয়ে ‘বাজেট আউটলুক : চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক পোস্ট-বাজেট বিতর্ক ২০২৪-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মশিউর রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন ঢাকা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম। স্বাগত বক্তব্য দেন এমসিসিআইয়ের সভাপতি কামরান টি. রহমান। পিআরআই সভাপতি ডা. জাইদি সাত্তার সূচনা বক্তব্য রাখেন।
উচ্চ মূল্যস্ফীতি, ডলারের ঘাটতির কারণে আমদানি হ্রাস এবং ধীর রপ্তানি বৃদ্ধি দ্বারা চিহ্নিত সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে অনুষ্ঠানে বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ও অর্থনীতিবিদ ড. আহসান এইচ. মনসুর বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, মূল্য স্থিতিশীলতা অর্জন এবং বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি কঠোর মুদ্রানীতির প্রয়োজন।
বাজারকে সুদের হার নির্ধারণ করতে দিয়ে আহসান এইচ. মনসুর জনসাধারণের ব্যয়, বিশেষ করে প্রশাসনিক ব্যয় এবং ভর্তুকি হ্রাস করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এইভাবে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারি ঋণ সীমিত করে বলে জানান তিনি।
মালিকানা ও তালিকাবিহীন কোম্পানিগুলোর জন্য কর্পোরেট করহার ২ দশমিক ৫০ শতাংশ হ্রাসের প্রশংসা করে স্বাগত বক্তব্যে কামরান টি. রহমান অন্যান্য তালিকাভুক্ত কোম্পানিতেও এই হ্রাস প্রয়োগের প্রস্তাব করেন।
১৫ শতাংশ কর প্রদান করে কালো টাকা পাচারের সুযোগ সৎ করদাতাদের জন্য হতাশাজনক জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি বিশ্বাস করেন যে, করের নেট সম্প্রসারণ না করে শুধু করের হার বাড়ানো কাঙ্ক্ষিত কর-জিডিপি অনুপাত অর্জন করবে না। শেষ করার আগে তিনি একথা জানান। প্রতি তিন মাসে বাজেটের একটি মধ্য-মেয়াদী মূল্যায়ন করা খুবই উপযোগী হবে।
প্রশ্নোত্তর অধিবেশনে যে বিষয়গুলো আবির্ভূত হয়েছে তার মধ্যে রয়েছে- চূড়ান্ত কর হিসাবে এআইটির অতিরিক্ত চার্জ নেওয়া, কর এবং ভ্যাটের জন্য দুটি পৃথক কর্তৃপক্ষ প্রবর্তনের সম্ভাবনা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার জন্য ব্যাংক একীভূতকরণের প্রয়োজনীয়তা এবং একীকরণ কমিটির বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা।