পিএসটিসি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিএসটিসি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশান কার্যালয়ে পিএসটিসির কার্যক্রম সম্পর্কে সকল কর্মীদের ও স্টেকহোল্ডাদের ধারণা সম্প্রসারণ করা, কার্যক্রমের পরিসর বৃদ্ধি করা ও সেবার মান উন্নয়ন করার লক্ষ্যে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও পিএসটিসির বিভিন্ন প্রকল্প অফিস ও ক্লিনিকসমূহে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন দৈনিক পত্রিকা/টিভি চ্যানেলের সাংবাদিক প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময়, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সভাপতিত্ব করেন পিএসটিসির কোষাধ্যক্ষ জনাব বাদরুল মুনির।
সভায় পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ পিএসটিসির আত্মপ্রকাশ, বিবর্তন, অর্জন, বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সেবা, সচেতনতা, দক্ষতা বৃদ্ধির চিত্র এবং চ্যালেঞ্জ তুলে ধরেন।
গত ৪৬ বছরে পিএসটিসি ৫০ লাখেরও অধিক মানুষকে সেবা, দেড় লাখের বেশি গর্ভবতী নারীকে প্রসবকালীন ও প্রসবোত্তর সেবা, তিন লাখের উপর শিশুকে টিকাসহ স্বাস্থ্যসেবা, সাড়ে তিন লাখের উপর সক্ষম দম্পতিকে পরিবার-পরিকল্পনা সেবা, দেড় লাখের উপর কিশোর-কিশোরীকে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতন করা, এক হাজারের উপর নারী ও কিশোরীকে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরি করেছে। আলোচনায় অতিথিগণ পিএটিসির ভবিষ্যত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে কেক কেটে ও গান গেয়ে উদযাপন করা হয়।