সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সারা দেশে বর্ণাঢ্য নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। দুপুর ১২টায় নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিকেলে সারা দেশের জেলা ও মহানগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সারাদেশ থেকে এনটিভি ও এনটিভি অনলাইন প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর, গোদাগাড়ী ও পবা)
রাজশাহীতে নানা আয়োজনে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দিনভর বিভিন্ন কর্মসূচি আয়োজন করে দলটির জেলা ও মহানগর শাখা।
সকালে মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নেতারা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে বিকেলে মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বাটার মোড়ে শোভাযাত্রাপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও শফিকুল ইসলাম শাফিক, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু এবং মহানগর বিএনপির সাবেক সদস্য রিতা।
আইয়ুব আলী, ময়মনসিংহ
ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগরীর টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে দক্ষিণ জেলা যুবদল।
সমাবেশে দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুনের সভাপতিত্বে ও অ্যাডভেকেট দিদারুল ইসলাম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার।
সমাবেশ শেষে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। পরে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
‘যুব-ঐক্য-প্রগতি’ এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আজ বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এ সময় আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, বালিয়ডাঙ্গী উপজেলা যুবদলের আহ্বায়ক মহম্মদ আলী, রাণীশংকৈল উপজেলা যুবদলের আহ্বায়ক মোমিন, হরিপুর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল, পীরগঞ্জ যুবদলের আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।
এম আর মর্তুজা, মাদারীপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লেকপাড় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কমিটি সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
জেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক বেপারীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মুরাদ, সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান খান, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লালচান, বিএনপিনেতা আসাদুজ্জামান খান কিচলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চৌধুরী মামুন, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন মৃধা, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির প্রমুখ।
আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলার সব উপজেলা ও পৌরসভা যুবদলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আসমাউল আসিফ, জামালপুর
জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ দুপুরে এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা যুবদল।
দুপুরে শহরের স্টেশন রোডে আয়োজিত আলোচনা সভায় জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
রশিদ আল মুনান, পিরোজপুর
পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ দুপুর ১২টায় জেলা স্টেডিয়াম থেকে একটি আনন্দ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদারসহ জেলা যুবদলের অন্যান্য নেতা।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে জেলা যুবদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
জয়পুরহাটে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে শহরের রেলগেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে- যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
এ সময় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক সদস্য সচিব মুক্তাদুল হক আদনান ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিকেলে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রালি) ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফারুক হোসেন, দিনাজপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক করার লক্ষ্যে দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর ইনস্টিটিউট থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়করা।
জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ সভায় সভাপতিত্ব করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা। বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে।
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর, ছাগলনাইয়া)
ফেনীতে বর্ণিল আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের মিজান ময়দানে নেতাকর্মীরা জড়ো হয়ে শোভাযাত্রাটি বের করে।
পাঁচ হাজারের বেশি নেতাকর্মী সাইকেল, ব্যানার, ফেস্টুনসহ শহরের কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অগ্রভাগে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, আমজাদ হোসেন সুমন, আতিকুর রহমান মামুন, মিডিয়া সেল প্রধান বেলাল হোসেনসহ জেলা আহ্বায়ক কমিটির সদস্যরা ছিলেন। তাদের সঙ্গে বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে।

এনটিভি অনলাইন ডেস্ক