শনিবার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে বিএনপি
সারা দেশে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বিএনপি। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লা গুলিবিদ্ধের ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে এই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্মসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসীদের কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
প্রতিবাদ মিছিল সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক