বাড্ডার গুদারাঘাটে বাসে আগুন
রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে দেওয়ান পরিবহণের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। বাসে কোনো যাত্রী ছিল কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত- সে তথ্যও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিজস্ব প্রতিবেদক