রাজধানীতে এনসিপির অফিসের পাশে গুলি
রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিসের পাশে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।
তিনি বলেন, বাড্ডায় ৩৮নং ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল গুলির ঘটনা ঘটে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলাসের অফিস নয়।
মাহাবুব আলম আরও বলেন, ঘটনার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।
স্থানীয় এনসিপির নেতা বাসার জানান, গতকালকে রাত ১০টায় এনসিপি অফিসের সামনে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এছাড়া তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
এই ঘটনায় এলাকাতে আতঙ্ক সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক