চরফ্যাশনে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় দরিদ্র, দুস্থ ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জাহানপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে ও প্রবাসীদের অর্থায়নে এই মেডিক্যাল ক্যাম্পে সেবা প্রার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেলসহ জাহানপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
আরও পড়ুন : সিরিজে সমতায় ফিরতে আজ মাঠে নামছে বাংলাদেশ
এ সময় উপস্থিত যুবদলের নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরামর্শে আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিষ্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ, দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেছি। রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়।
আরও পড়ুন : ফরিদপুরে দুই এনজিও কর্মী হত্যায় চার জনের যাবজ্জীবন
এ সময় বিশেষজ্ঞ ডাক্তারগণ ইউনিয়নের ৩ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাসেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, ‘রাজনীতি মানুষের কল্যাণের জন্য। তাদের এ ধরনের মহৎ কাজ চলমান থাকুক সেই দোয়া রইল।’

ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)