ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত
বিএনপি নেতার ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মো. সাজ্জাদ (২৫) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষ ও গোলাগুলির এই ঘটনায় যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. সাজ্জাদ কুমিল্লার মুরাদনগর উপজেলার হিরাকান্দা গ্রামের মো. আলমের ছেলে। তিনি তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানায়, একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় সোমবার রাতে সাজ্জাদসহ যুবদলের কিছু কর্মী স্থানীয় সোহেল, বোরহান ও দেলোয়ারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মেয়রের ছবিযুক্ত ওই ব্যানার ছিল সোহেল-বোরহান গ্রুপের। এই সময় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
বিস্তারিত ভিডিওতে .....

এনটিভি অনলাইন ডেস্ক