ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/07/phaarstt_sikiuritti_islaamii_byaank_3.jpg)
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান। ছবি : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে কর্মকর্তাদের অংশগ্রহণে লিগ্যাল এ্যাসপেক্টস অব জেনারেল ব্যাংকিং অপারেশনস বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে ব্যাংকের ৫৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দীন ও ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।