ইউসিবির বোর্ড সদস্যদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বোর্ড সদস্যদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। এসময় ঋণ বিতরণ বন্ধের দাবি জানিয়েছেন।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম প্রকাশের পর আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে তারা বিক্ষোভ করেন।
তারা জানান, সাইফুজ্জামান এবং তার পরিবারের সদস্যরা আমানতকারীদের অর্থ আত্মসাৎ করে ইউসিবিতে তাদের শেয়ার ধারন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। যা জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং তা আর্থিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। শেয়ারহোল্ডাররা বর্তমান বোর্ডের অবিলম্বে বিলুপ্তি, আগের সৎ বোর্ড সদস্যদের পুনর্বহাল, সাইফুজ্জামান পরিবারের শেয়ার স্থগিত এবং আত্মসাৎ করা তহবিলের সম্পূর্ণ তদন্তের জন্য আহ্বান জানান।
জানা যায়, ইউসিবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রীর বাবা চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী। শুরু থেকে ব্যাংকটির সঙ্গে যুক্ত ছিলেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম। তাঁরা বিভিন্ন সময়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল পর্যন্ত উভয়ের পরিবারের সদস্যরাই ব্যাংকটিতে যুক্ত ছিলেন ও নেতৃত্ব দেন। ২০১৭ সালে পারটেক্স গ্রুপের মালিক পরিবারের সদস্যদের ইউসিবি ছেড়ে যেতে বাধ্য করা হয়। ব্যাংকটির চেয়ারপারসনের দায়িত্ব নেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান।