হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার (১১ আগস্ট) বিএফআইইউর এক কর্মকর্তা এ তথ্য জানান।
ওই কর্মকর্তা জানান, বিএফআইইউ ব্যাংকগুলোকে হাসান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাব নম্বরের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে এই নির্দেশ দিয়েছে।
গত ৬ আগস্ট বিদেশে পালাতে গিয়ে ধরা পড়েন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদককে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন সাবেক এই মন্ত্রী। জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে। বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী জানান, তার সার্ক ভিসা রয়েছে। সার্কভুক্ত যেকোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।