নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/07/narshindi.jpg)
নরসিংদীর শিবপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার (৭ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকা থেকে কাভার্ড ভ্যানসহ দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কার্ভাড ভ্যানের চালক জসিম (৪৫) ও মালিক মুকুল মিয়া (৫৭)।
পুলিশ জানায়, জব্দ হওয়া ভারতীয় এসব প্রসাধনী, অন্যান্য পণ্য ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা।
নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সূত্রে খবর পাই সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্য ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকার শহীদ মিনার এলাকায় অবস্থান নেই। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করলে, এতে থাকা চালক ও অপর ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের ভ্যানটি তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।
ওসি এস এম কামারুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে শুল্ক ফাঁকি দেওয়া এসব প্রসাধনী ও পণ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিলেন। পারভেজ নামে চকবাজারের এক ব্যক্তির সঙ্গে মোবাইলে ভাড়ার চুক্তি হয়। সে অনুসারে এসব পণ্য শান্তিগঞ্জ থেকে কার্ভাড ভ্যানে বোঝাই করে ঢাকার চকবাজার নিয়ে যাচ্ছে।