ফেনী সীমান্তে বিপুল ভারতীয় পণ্য জব্দ
ফেনী জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিপুল ভারতীয় চোরাচালানের মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গতকাল শুক্রবার মধ্যরাতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযানে ৬১ কেজি ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ মদ, শাড়ি, শাল, থ্রিপিস, কম্বল, ওষুধ এবং গরু জব্দ করা হয়। এছাড়া এসব মালামাল পরিবহণে ব্যবহৃত যানবাহনও জব্দ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, আটক চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানা ও কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী