বিপুল ভারতীয় পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২
নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাকুড়া বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। ছবি : এনটিভি
নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাকুড়া বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় ভ্যানচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- কাভার্ডভ্যান চালক ইব্রাহিম (২৫) ও তার সহকারী সাব্বির (১৯)।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, কাকুড়া বাজার এলাকায় সুনামগঞ্জের মধ্যনগর থেকে একটি সন্দেহজনক কাভার্ডভ্যান বারহাট্টার দিকে আসছিল। স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে থানায় আনা হয় এবং ভ্যানে থাকা চালক ও তার সহকারীকে আটক করা হয়। ভ্যানটিতে ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ অন্যান্য ভারতীয় পণ্য রয়েছে।

ভজন দাস, নেত্রকোনা