মুন্সীগঞ্জে ৪০ ককটেল উদ্ধার, আটক ১
মুন্সীগঞ্জ শহরের একটি প্রাথমিক বিদ্যালয় পাশে অভিযান চালিয়ে ৪০টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় একজনকে আটক ও ককটেল তৈরির শতাধিক কৌটা উদ্ধার করা হয়।
আজ রোববার (২ নভেম্বর) বিকেলে শহরের বৈখর এলাকার অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে নুরুল হক শেখদের বাড়ির উত্তর পাশের রাস্তায় পানি নিষ্কাশনের ড্রেন থেকে তাজা ককটেলগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তির নাম মো. হাসান (৩৫)। তিনি সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম বেপারীর ছেলে। সম্প্রতি তিনি কাতার থেকে দেশে এসেছেন।
বৈখর এলাকার বাসিন্দা মো. নুরুল হক শেখ বলেন, আজ বেলা ২টার দিকে আমার ছোট ভাইয়ের স্ত্রী আমাদের বিল্ডিংয়ের উত্তর পাশে পানি নিষ্কাশনের চৌবাচ্চা চেক করতে গেলে বালতি দেখতে পায়। বাসায় আমাদের জানালে, আমরা তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়দের জানাই। পরে সেনাবাহিনী ও পুলিশ চৌবাচ্চা এবং পাশের বাড়িতে অভিযান চালায়। আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মুন্সীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বাদশা সিকদার ঘটনাস্থল দেখে বলেন, সামনে দেশে নির্বাচন রয়েছে। দেশকে অস্থিশীল করা জন্যই কি এগুলো তৈরি হচ্ছে। নাকি এখানে তৈরি করে অন্য কোথাও সাপ্লাই দেওয়া হচ্ছে, তা অজানা। প্রশাসনসহ সবার কাছে এগুলো কেন তৈরি বা মজুদ করা হয়েছে তা উদঘটনের দাবি জানাচ্ছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, আজ বেলা ২টার দিকে বৈখর এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। ড্রেনেজ লাইনের চৌবাচ্চার ভেতর সংরক্ষিত অবস্থায় পৃথক তিনটি বালতিভর্তি তাজা ককটেল উদ্ধার করতে সক্ষম হয় তারা।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ