৪৪তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৬৮১ প্রার্থী
সরকারি কর্ম কমিশন-পিএসসি চুয়াল্লিশতম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এ ফলাফল প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি।
এতে মোট ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছে সরকারি কর্ম কমিশন।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, “একই ক্যাডার এবং পছন্দক্রমের নিম্ন ক্যাডার পদের মনোনয়ন বাতিল করে ৪৪তম বিসিএস পরীক্ষা -২০২১ এর সম্পূরক ও সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে।”
সম্পূরক ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডার ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন ও খাদ্য ক্যাডারে ৩ জন সুপারিশ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক