রাউজানে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ আটক ২
 
          অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। ছবি : এনটিভি অনলাইন        
          চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে র্যাব-৭ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্নেল মো. হাফিজুর রহমান জানান, রাউজান থানার নোয়াপাড়া ৪নং ওয়ার্ডে কামাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেখান থেকে ১২টি অস্ত্র, ১০টি চাকু এবং বিপুল পরিমাণ কার্টিজ জব্দ করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 
                   কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
                                                  কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
               
 
 
 
