৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, কারাগারে ১২
 
কুমিল্লা নগরীতে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাইনি। পরে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন আকরাম হাসান রকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মো. রাসেল হাসান (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মো. মুবারক হাসান রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) এবং গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।
পুলিশ জানায়, নাশকতাবিরোধী একটি মামলায় পলাতক থাকা এসব নেতাকর্মী গতকাল ৩০ অক্টোবর সকালে দুটি সিএনজিচালিত অটোরিকশাযোগে নগরীর ঈদগাহ মাঠ এলাকার অটোরিকশা স্ট্যান্ড গলি ও পার্কের সামনে আসে। সেখানে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে এবং সেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশের দাবি, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই মিছিলে অংশ নেওয়া ১২ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

 
                   মাহফুজ নান্টু, কুমিল্লা
                                                  মাহফুজ নান্টু, কুমিল্লা
               
 
 
 
