চট্টগ্রামে আর্টিলারি ও এয়ার ডিফেন্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন
 
চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিঅ্যান্ডএস) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের ১ম বার্ষিক অধিনায়ক সম্মেলন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এর আগে, সেনাবাহিনী প্রধান আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া ও কমান্ড্যান্ট, এসিঅ্যান্ডএস অভ্যর্থনা জানান।
আরও পড়ুন : অ্যাসিডযুক্ত পানি খেয়ে মারা গেল ৫ গরু, অসহায় কৃষকের কান্না
অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।
তিনি রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে কোরসমূহের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন : পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার; আর্মি এয়ার ডিফেন্স কোরের ১ম কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান; জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া; জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী; চেয়ারম্যান, বেপজা; সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, এনডিসি; সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট, এসিঅ্যান্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর সকল আর্টিলারি ব্রিগেডের কমান্ডারগণ; এয়ার ডিফেন্স ব্রিগেডের কমান্ডারগণ; আর্টিলারি রেজিমেন্টসমূহের অধিনায়কগণ এবং এয়ার ডিফেন্স রেজিমেন্টের অধিনায়কগণ।

 
                   আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
                                                  আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
               
 
 
 
