মোংলায় করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী রহিম আটক
আটক আব্দুর রহিম। ছবি : এনটিভি
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে (৩২) আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মোংলার পশুর নদীর হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুন : জমা দেওয়া জুলাই সনদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না : মির্জা ফখরুল
আটক আব্দুর রহিম বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অস্ত্র-গুলিসসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আবু হোসাইন সুমন, মোংলা