সাভারে অভিনেতার বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪
সাভারের আশুলিয়ায় জনপ্রিয় অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, কার্তুজ ও সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ বিপুল মাদকদ্রব্য জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় অভিনেতা মন্টুর ছোট ছেলেসহ চারজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মধ্যরাতে আশুলিয়ার গাজীর চটের মাটির মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন : আজ থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আটক চারজনের মধ্যে রয়েছেন- অভিনেতার ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টু (মুসা), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২২)। অভিযানের সময় অভিনেতা এ আর মন্টু বাড়িতে ছিলেন না।
যৌথ বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার মধ্যরাতে ফাঁকা গুলির শব্দ শুনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হলে মন্টুর বাসভবন থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান ও পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, তিন হাজার পিস ইয়াবা, গাঁজা ও দেশীয় মদ জব্দ করা হয়।
এদিকে, একই রাতে আশুলিয়ার কামরাইল এলাকায় চালানো পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তলসহ আরও তিন যুবককে আটক করা হয়েছে। মোট সাতজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

 
                   জাহিদুর রহমান
                                                  জাহিদুর রহমান
               
 
 
 
