মুনিমের পদত্যাগ দাবিতে উত্তাল এনবিআর, চলে যেতে একদিন সময়
আগারগাঁয়ে রাজস্ব ভবনের সামনে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে উত্তাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার (১২ আগস্ট) প্রতিষ্ঠানটির আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা পদত্যাগ করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এটাতেও কাজ না হলে আগামীকাল বুধবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাবে তারা। একইসঙ্গে এবিষয়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বিক্ষোভে এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, আমাদের একটাই দাবি এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বরখাস্ত বা পদত্যাগ করতে হবে। কারন তিনি আমাদের সঙ্গে অনেক অন্যায় ও অবিচার করেছেন।
বাইরে থেকে কাউকে চেয়ারম্যান করা যাবে না জানিয়ে তারা বলেন, এনবিআরে বাইরের কোনও ক্যাডার থেকে কোন চেয়ারম্যান আমরা আর চাই না। রাজস্ব বোর্ডের সদস্যদের মধ্য থেকে নতুন এনবিআর চেয়ারম্যান নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।
বিক্ষাভে তারা বেশকিছু দাবি তুলে ধরেছেন। এগুলো হলো—প্রশাসন ক্যাডার থেকে কোনো কর্মকর্তাকে প্রেষণে এনবিআর পদায়ন করা যাবে না। স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ সহচর এনবিআর বর্তমান চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে অবিলম্বে পদ থেকে বরখাস্ত করে আয়কর অথবা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্যাডার থেকে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। অবিলম্বে স্বৈরাচারী চেয়ারম্যানের দোসর ও প্রিয়পাত্র প্রথম সচিব (কর প্রশাসন) মো. শাহিদুজ্জামানকে তার পদ থেকে বরখাস্ত করে কর ক্যাডারের কর্মকর্তা পদায়ন করতে হবে। দুই বছর পর পর বদলি বাণিজ্য বন্ধ করে আয়কর আইন-২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আয়কর আদায়ের স্বার্থে অতীতের মতো রাজস্ববান্ধব ও প্রযোজ্যতা সাপেক্ষে বদলি করতে হবে। অবৈধ নিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে এবং আউট সোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া যাবে না। সব কর্মচারীদের পদায়ন কর্মচারীদের জন্য প্রণীত জ্যেষ্ঠতা বিধিমালা ও আইন অনুযায়ী করতে হবে। আয়কর অনুবিভাগের ১০তম-২০তম গ্রেডের সব শূন্য পদে পদোন্নতি দিতে হবে এবং সব পদ পদোন্নতিযোগ্য হতে হবে। কোনো পদ ব্লক রাখা যাবে না। কর্মচারীদের নিজ নিজ অ্যাসোসিয়েশনের সঙ্গে পরামর্শ করে কর্মচারীদের স্বার্থ-সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অন্যথায় কোনো সিদ্ধান্ত মানা হবে না। সর্বশেষে আয়কর অনুবিভাগের সংশ্লিষ্ট সব বিষয়ের সিদ্ধান্ত শুধু আয়কর বিভাগের কর্মকর্তা/কর্মচারীরা নেবে।
জানা যায়, গতকাল মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান অফিস করেছেন।