রাজস্ব আদায়ে ঘাটতি ২০.৩৮ শতাংশ

চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের ঘাটতি দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৮ শতাংশ। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের শুধু মার্চে এনবিআরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৯৩ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে আদায় হয়েছে ৩৪ হাজার ৬৬৯ কোটি ৭৫ লাখ টাকা। অপরদিক চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এনবিআরে রাজস্ব সংগ্রহ হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি ৮৪ লাখ টাকা। যেখানে এনবিআরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা এই প্রথম ৯ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তিন লাখ ২২ হাজার ১৫২ কোটি ৬৪ লাখ টাকা। এই সময়ে ব্যবধানে রাজস্ব আদায়ের ঘাটতি দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৮ শতাংশ।
লক্ষ্যমাত্রর তুলনায় ঘাটতি থাকলেও এই সময় রাজস্ব সংগ্রহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে এনবিআরে। সংস্থাটির হিসাবে একক মাস হিসেবে চলতি অর্থবছরের মার্চে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় মোট রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৬ শতাংশ।