‘ভিন্ন প্রক্রিয়ায় ছোট ব্যবসায়ীদের ভ্যাট আদায় হবে’
ছোট ব্যবসায়ীদের ভ্যাট দেওয়ার জন্য আলাদা প্রক্রিয়া চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায় না করলে বড় ব্যবসায়ীদের ওপর চাপ বাড়বে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেমিনারে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সচিবসহ ব্যবসায়ী নেতারা।
আবদুর রহমান খান বলেন, ভ্যাট চালুর প্রথম দিকে ৯৫ শতাংশ ব্যবসায়ী বিরোধিতা করেছিলেন। কিন্তু এই ভ্যাটের মাধ্যমেই সরকারের আয় অনেক বেড়েছে। সেটা না হলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতার মতো অনেক ভাতা চালু করা যেত না।
আবদুর রহমান খান বলেন, ছোট ব্যবসায়ীদের ভ্যাট দেওয়ার জন্য আলাদা প্রক্রিয়া চালুর পরিকল্পনা করা হচ্ছে। সরকারি খরচে এই প্রক্রিয়া চালু করা হবে। সেখানে প্রবেশ করে ছোট ব্যবসায়ীরা ভ্যাট দিতে পারবেন। এ জন্য তাদের আলাদা কিছু করতে হবে না। ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায় না করলে বড় ব্যবসায়ীদের ওপর চাপ আরও বাড়বে।
জিডিপির তুলনায় কর আদায় কম জানিয়ে তিনি বলেন, আগে জিডিপির তুলনায় কর আদায়ের হার ছিল ১০ শতাংশ। এখন তা ৬ শতাংশে নেমে এসেছে। জিডিপির হিসাবের পরিবর্তনের কারণে এই অবনমন হতে পারে। জিডিপির এমন কোনো অংশ থাকতে পারে, যেখানে আমরা পৌঁছাতে পারছি না। এটা নিয়ে গবেষণা হওয়া দরকার। আমাদের কর আহরণ কিন্তু প্রতিবছর বাড়ছে— প্রবৃদ্ধি আছে ১৫ শতাংশ হারে। এবার বছর শেষে প্রবৃদ্ধির হার ২০ শতাংশে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক