নীতি সুদহার বেড়ে দাঁড়াল ৯ শতাংশে
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মুদ্রানীতি কমিটির সভায় নীতি সুদহার বাড়িয়ে ৯ শতাংশ নির্ধারণ করা হয়। গতকাল রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মো. হারুন-অর-রশিদ সই করা সার্কুলারে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২৫ আগস্ট অনুষ্ঠিত মনিটারি পলিসি ৫ম সভার সিদ্ধান্ত মোতাবেক ওভারনাইট রেপো নীতি সুদহার বিদ্যমান আট দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯ শতাংশে নির্ধারণ করা হলো। এছাড়া ব্যাংকসমূহের তারল্য ব্যবস্থাপনা অধিকতর ক্ষমতার সাথে পরিচালন করার লক্ষ্যে নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটির ক্ষেত্রে সুদহার ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ১০ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়। নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি ৭ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে।