সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম
দীর্ঘ ২০ বছর পর সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পদ পরিবর্তন হলো। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪৩তম বোর্ড সভায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ কাশেম। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
২০২২ সালে পরিচালক পদ থেকে বাদ পড়েছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ব্যাংকের পরিচালক পদ ফিরে পেয়েছেন। ২০০৪ সাল থেকে টানা ২০ বছর সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আলমগীর কবির।
এম এ কাশেম ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি। তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডেরও চেয়ারম্যান। এম এ কাশেম নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার পর এম এ কাশেম বলেন, ‘আমি যে অবস্থায় ব্যাংকটিকে রেখে গিয়েছিলাম, সেই অবস্থায় এটিকে ফিরিয়ে আনা এখন প্রধান লক্ষ্য। শেয়ারধারী ও আমানতকারীদের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুন্ন না হয়, তা নিশ্চিত করা হবে।’