বিপজ্জনক দাহ্য পণ্যের চার কন্টেইনার খালাস
১৪ বছরের পুরাতন বিপজ্জনক দাহ্য পণ্যের চারটি কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেষ্টায় গত রোববার (২৭ অক্টোবর) কন্টেইনারগুলো নিলাম দরদাতার কাছে খালাস দেওয়া হয়। এতে রাজস্ব আহরণ হয়েছে ৪১ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এনটিভি অনলাইনকে বলেন, বিপজ্জনক দাহ্য পণ্যের চারটি কন্টেনার দ্রুত সরানো না হলে চট্টগ্রাম বন্দরের অবস্থা লেবাননের বৈরুতের মতো হতে পারে। গত ১ অক্টোবর বন্দর-কাস্টমস যৌথ সভায় এই কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে এটি দ্রুত নিস্পত্তিতে হস্তক্ষেপ চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পরে নিবিড় তদারকি ও চেষ্টায় গত রোববার কন্টেনারগুলো নিলাম দরদাতার কাছে খালাস দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আমন্ত্রণে গত ১ থেকে ৩ অক্টোবর এনবিআরের চেয়ারম্যান সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় ও সভা করে।