প্রতিষ্ঠানগুলো তথ্য লুকায়, সহযোগিতা করে না : এনবিআর চেয়ারম্যন

ভ্যাট আদায়ে প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করে না জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যন মো. আবদুর রহমান বলেন, প্রতিষ্ঠানগুলো প্রকৃত তথ্য লুকায়, আমরাও চেপে ধরি। এভাবে চলতে পারে না। তিনি বলেন, পোশাক খাত দীর্ঘদিন ধরে বিশেষ কর সুবিধা পেয়ে আসছে। এখন তাদের রেগুলার রেটে আসা উচিত।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। এসময় বাজেট প্রস্তাবনা তুলে ধরেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন চেম্বার, লুব ব্লেন্ডার অ্যাসোসিয়েশন, মেরিন ফিসারিজ অ্যাসোসিয়েশন, পেপার মিলস্ অ্যাসোসিয়েশনের নেতারা।
প্রাক বাজেট আলোচনায় শর্ত ছাড়াই প্রাইভেট লিমিটেড কোম্পানির করহার ২৫ শতাংশ ও পাবলিক লিমিটেড কোম্পানির ২০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। সংগঠনটি করমুক্ত আয় সীমা পাঁচ লাখ টাকা করার, সরবরাহ পর্যায়ে উৎসে কর কমানোর, রপ্তানি আয়ের উৎসে কর দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।
সংগঠনটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, গ্রস প্রফিট খাতভিত্তিক নির্ধারণ করা হয়ে থাকে, যা যুক্তিসঙ্গত নয়। আবার গ্রস প্রফিট কমে গেলে বা ব্যবসায় লস হলে তা বিবেচনায় নেওয়া হয় না। এমনকি পূর্ববর্তী বছরের তুলনায় বিক্রয় কম হলেও কর কর্তৃপক্ষ তা বিবেচনায় নেয় না। এটি নিষ্পত্তি করা প্রয়োজন।