মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি

বিদেশে গিয়ে বাংলাদেশি সিম ব্যবহারের জন্য রোমিং সেবার চার্জ টাকায় নিতে মোবাইল অপারেটরদের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল রোমিং সেবা সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন গ্রাহক থেকে প্রতিবার ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বিল নেওয়া যাবে।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোমিং সেবা চালু করার সময় মোবাইল অপারেটরদের নির্দিষ্ট কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। যার মধ্যে রয়েছে—একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহার করা হলেও আলোচ্য সীমা অতিক্রম করা যাবে না। ভ্রমণকারীর বৈধ ভিসা ও টিকিট থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমিং সেবা ভ্রমণের এক সপ্তাহ আগে চালু করতে হবে। মোবাইল অপারেটররা বিদেশের নেটওয়ার্ক অপারেটরদের অর্থ পরিশোধ করতে পারবে। তবে এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে নির্দিষ্ট কিছু নির্দেশনা পরিপালন করতে হবে।
এর আগে বাংলাদেশি ভ্রমণকারীরা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় রোমিং সেবা গ্রহণ করতে পারতেন। টাকায় বিল পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন হতো।