কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ
 
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে কালো টাকা সাদা (বৈধ) করার পথ বন্ধ বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে।
আজ রোববার (২২ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাড়তি কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ এবারের প্রস্তাবিত বাজেটে দেওয়া হয়েছিল জানিয়ে আবদুর রহমান খান বলেন, সেই কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে নতুন অর্থবছরের বাজেট পাস করেছে উপদেষ্টা পরিষদ। ফলে কালো টাকা সাদা করার পথ বন্ধ হয়ে গেল।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
