আইএফআইসি ব্যাংকের ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এবারের সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হয়েছিল, যার সরাসরি অংশটি অনুষ্ঠিত হয় ঢাকার আর্মি গলফ ক্লাব-এ।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব মো. মেহমুদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব মো. এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক জনাব মো. গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, এবং কোম্পানি সচিব জনাব মোকাম্মেল হক। ভার্চুয়ালি সভায় যোগ দেন পরিচালক জনাব মুহাম্মদ মনজুরুল হক। এছাড়া, ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডাররাও সভায় উপস্থিত ছিলেন।
স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার
সভায় বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন বলেন, "দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠান ও অন্যতম বৃহৎ ব্যাংক হিসেবে আইএফআইসি তার নেতৃত্বের অবস্থান পুনরুদ্ধারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কৌশলগত সংস্কারের মাধ্যমে কাজ করছে।" তিনি জোর দিয়ে বলেন যে, শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অনিয়ম বা দুর্নীতির ক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই সকল পদক্ষেপের ফলে আগামী বছর ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্স এবং প্রধান আর্থিক সূচকগুলোতে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে।
ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, "ব্যাংক ইতোমধ্যে সুশাসন প্রতিষ্ঠা, দক্ষতা বৃদ্ধি এবং অংশীজনদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।" তিনি আরও জানান যে, ব্যাংকের সকল উদ্যোগই শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় আইএফআইসি ব্যাংক দ্রুত একটি শক্তিশালী ও স্থিতিশীল অবস্থানে পৌঁছাবে।
সভায় নির্ধারিত এজেন্ডাগুলোর মধ্যে ২০২৪ অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদন এবং নিরীক্ষক নিয়োগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো শেয়ারহোল্ডারদের সম্মতিতে গৃহীত হয়। সভার এই অংশটি পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব জনাব মোকাম্মেল হক।

এনটিভি অনলাইন ডেস্ক