পাঁচ দিনে প্রবাসীরা পাঠালেন ৫ হাজার ১৪৮ কোটি টাকা

চলতি অক্টোবরের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় পাঁচ হাজার ১৪৮ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল রোববার (৫ অক্টোবর) তিন হাজার ৪৪০ কোটি ৪০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম পাঁচদিনে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় কমেছে ৩০ লাখ মার্কিন ডলার বা শূন্য দশমিক ৫০ শতাংশ।
অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৮০০ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৬৯৬ কোটি ৭০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০৪ কোটি ১০ লাখ ডলার বা ১৪ দশমিক ৯০ শতাংশ।