প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্র্যাক ব্যাংকের ‘ইনস্ট্যান্ট লোন’ বিতরণ

সাতক্ষীরার প্রান্তিক কৃষক, ছোট ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইনস্ট্যন্ট লোন বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট (এফআইডি) পরিচালিত ১০, ৫০ ও ১০০ টাকা হিসাবধারীদের জন্য পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এ লোন বিতরণ হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাতক্ষীরায় আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের ব্যক্তি, ছোট ব্যবসায়ী ও স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারীদের তাৎক্ষণিক ঋণ সুবিধা প্রদান করা। এফআইডি পরিচালিত এই উদ্যোগটি প্রান্তিক অঞ্চলের ব্যক্তিদের জন্য অর্থায়ন সুবিধা নিশ্চিত করে দেশে আর্থিক অন্তর্ভুক্তির প্রসারের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। ব্র্যাক ব্যাংক লিড ব্যাংক হিসেবে এই অনুষ্ঠানের দায়িত্ব পালন করে। যেখানে অংশ নেয় এই অঞ্চলে পরিচালিত আরও ৩৬টি ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান এবং তৃণমূল পর্যায়ের সুবিধাভোগীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করতে এই উদ্যোগটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যাংকগুলো ৫০০ জন ঋণগ্রহীতার মাঝে মোট চার কোটি টাকা ঋণ বিতরণ করে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক ১৩১ জন ক্ষুদ্র কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক জেলের মাঝে ৮০ লাখ টাকা বিতরণ করে। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইডির পরিচালক ইকবাল মহসীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী হোসেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য ব্যাংকের প্রতিনিধি, স্থানীয় ব্যক্তি, গণমাধ্যমকর্মী, গ্রাহক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এই কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র ৭ শতাংশ ইন্টারেস্ট রেটে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ‘জীবিকা প্লাস’ ইনস্ট্যান্ট লোন বিতরণ করে। জামানতবিহীন এই ডিজিটাল লোন মাত্র কয়েক মিনিটেই প্রসেস করা হয়, যা ব্যাংকটির গ্রাহকবান্ধব সেবার প্রতিফলন। আয়োজনে বাংলাদেশ ব্যাংক ও উপস্থিত অন্যান্য ব্যক্তিরা ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন।
এই উদ্যোগটি প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে গ্রাহকদের সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক।
২৯৮টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, এক হাজার ১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ১০ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সব প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। ২০ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।