পাশের দেশ চায় বাংলাদেশের পোশাকের বাজার কমে যাক : শওকত আজিজ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পাশের দেশের ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, ‘এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশ নিয়ে। একের পর এক কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। দেশের পোশাক খাতের বাজার যেন কমে যায় তা পাশের দেশ চায়।’
আজ সোমবার (২০ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শওকত আজিজ। এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
সংবাদ সম্মেলনে শওকত আজিজ রাসেল বলেন, ‘এ বছর আমাদের পোশাক খাতে ছয় শতাংশ বাজার কমেছে, নিট খাতে পাঁচ শতাংশ কমেছে। গত বছর জুলাই আন্দোলন হয়েছে, সে সময় এত কমেনি। তাহলে এ বছর কেন বাজার কমল? এটা ষড়যন্ত্রের অংশ।’
‘এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশে, গত পাঁচ দিনের মধ্যে দেশে তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে’ উল্লেখ করে শওকত আজিজ বলেন, ‘প্রথম ঘটনাটি ঘটে ঢাকার মিরপুরের রূপনগর এলাকায়। গত মঙ্গলবার সেখানে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় ২৮ ঘণ্টা পরে। এরপরে গত বৃহস্পতিবার আগুন লাগে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল-সিইপিজেড এলাকার একটি কারখানায়। সেখানে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় ১৭ ঘণ্টা পর। সবশেষ গত শনিবার বড় ধরনের আগুন লাগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। আগুন নিয়ন্ত্রণে আসে পরদিন। একদিন পরপর এ ধরনের বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় নানা মহলে বিভিন্ন সমালোচনা শুরু হয়। এসব ঘটনা পরিকল্পিত কিনা, সেই প্রশ্ন উঠেছে।’
এসব অগ্নিকাণ্ড নিয়ে বিটিএমএর সভাপতি আরও বলেন, ‘আমাদের ক্ষতিটা এমনভাবে নিয়ে যাচ্ছে, যেতে যেতে বিমানবন্দর পর্যন্ত চলে গেছে। এরপর আমাদের ঘরবাড়ি পোড়ানোর সময় আসবে।’
শওকত আজিজ বলেন, ‘এটি এমন একটা ভূ-রাজনৈতিক অবস্থান, এখানে অনেকের চোখ পড়েছে বাংলাদেশের ওপরে। রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে। বহির্বিশ্বে যেন আমাদের ভাবমূর্তি নষ্ট হয়, তা নিয়ে এক ধরনের ষড়যন্ত্র আছে। পার্শ্ববর্তী দেশের এক ধরনের চিন্তাভাবনা আছে, যাতে তাদের ব্যবসা ভালো হয়, আমাদের ব্যবসা কমে যায়।’