আজ আরও কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। সে অনুযায়ী আজ সোমবার (২৭ অক্টোবর) মূল্যবান এই ধাতুটি বিক্রি হচ্ছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানো ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এদিন ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৯ টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণের দাম। এ নিয়ে দুই দফায় ভরিতে মোট ৯ হাজার ৪২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মান ভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
সবশেষ গতকাল ২২ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ আট হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪২ হাজার ২১৯ টাকায় বেচাকেনা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক