২৫ দিনে প্রবাসী আয় এলো ২৯ হাজার ৭৮০ কোটি টাকা
ডলারের ফাইল ছবি
চলতি নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২৯ হাজার ৭৮০ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) এক হাজার ১২২ কোটি ৪০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।
আজ বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের নভেম্বরের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৮ দশমিক ৬০ শতাংশ।
এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ২৫৯ কোটি ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ৮৩ কোটি ৫০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক